বাইশ গজের মহারাজের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন বিশ্ব ফুটবলের রাজপুত্র। আর্জেন্টিনার জাতীয় দলের বিখ্যাত ১০ নম্বর নীল–সাদা জার্সিতে সই করেন দিয়াগো ম্যারাডোনা। সইয়ের নিচে ‘দিয়াগো ১০’ লেখে সেই জার্সি তিনি পাঠালেন সৌরভ গাঙ্গুলিকে।
অবশ্য বছর তিনেক আগেও সৌরভ পেয়েছিলেন ম্যারাডোনার পাঠানো সই করা আরেকটি জার্সি। সেবার সেই নিয়ে এসেছিলেন সুনীল গাভাসকার। এবার ২০১৭–তে ভারতে ম্যারাডোনার সম্ভাব্য সফরসূচি নিয়ে আলোচনা সারতে বুয়েনস আয়ার্সে গিয়েছিলেন ‘মকস স্পোর্টসের’ কর্মকর্তারা। সেই আলোচনার সৌরভের পাশাপাশি কলকাতার ডার্বি, আইএসএল প্রসঙ্গও উঠে আসে। তাদের মাধ্যমেই আবার ম্যারাডোনা তার সই করা জার্সি সৌরভের জন্য পাঠান।
ভারত সফরে এলে সৌরভের সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি। উদ্যোক্তাদের পক্ষ থেকে শতদ্রু দত্ত বলেন, ‘সৌরভের সঙ্গে ফোনে কথা বলব। যেদিন সময় দেবেন সেদিন জার্সিটা তুলে দেব।’
বিডি-প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪