কলকাতা নাইট রাইডার্সের সাথে গৌতম গাম্ভীরের সম্পর্কটা ৭ বছরের। তবে এবার সেই সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। গাম্ভীরকে এবার দলে নেয়নি কেকেআর। এমনকি, নিলামে গাম্ভীরের নাম ঘোষণা করা হলে কোনো প্রকার আগ্রহও দেখায়নি কেকেআর।
এরপরই ক্রিকেট মহলে শুরু হয় নানা জল্পনা-কল্পনা আর গুঞ্জন। অবশেষে এ ব্যাপারে মুখ খুলেছেন কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইসুরি।
বিষয়টি পরিস্কার করে তিনি জানান, ‘নিলামে তাকে দলে নেওয়ার সব ধরনের পরিকল্পনাই আমাদের ছিল। আমরা ম্যাচ কার্ড ব্যবহার করে সহজেই তাকে দলে নিতে পারতাম। কিন্তু নিলামের আগে গাম্ভীরের সঙ্গে আমাদের কথা হয়েছিল। তখন তিনি আমাদের অনুরোধ করেছেন যাতে তাকে আমরা দলে না নিই। তার জন্য যেন দাম না হাঁকাই। কারণ হিসেবে সে বলেছিল যে তার সামনে নতুন একটি চ্যালেঞ্জ। সেটা সে নিতে চাচ্ছে। সে কারণেই তাকে আমরা দলে নিইনি। আসলে আমরা কারো উন্নতি কিংবা প্রত্যাশার পথে বাঁধা হয়ে দাঁড়াতে চাই না।’
গাম্ভীরের সাথে খেলা সাত বছর খুবই তাৎপর্যপূর্ণ ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা যদি তার নেতৃত্বের দিকে তাকান তাহলে দেখবেন যে কেকেআরে থাকতে তার অধিনায়কত্বে আমরা কোনো ত্রুটি পাইনি। আইপিএলে তার গত মৌসুমটিও ভালো কেটেছে। তাই তার মতো একজন খেলোয়াড়কে দলে পাওয়াটা আমাদের জন্যও দারুণ কিছু।’
উল্লেখ্য, নিলামে গৌতম গাম্ভীরের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রূপি। ২.৮ কোটি রূপিতে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ