ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে শ্রীলঙ্কা। আর সেই সুখস্মৃতি নিয়েই আগামীকাল চট্টগ্রামে টাইগারদের বিপক্ষে মাঠে নামছে লঙ্কানরা। তবে প্রতিপক্ষকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না লঙ্কান টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল। তার মতে টেস্টে ভালো করাটা দু’দলের জন্যই চ্যালেঞ্জিং হবে।
এ ব্যাপারে চান্দিমাল বলেন, ‘প্রথম দুটি ম্যাচ ছাড়া এটা সত্যিই ভলো একটি ওডিআই সিরিজ ছিল। প্রথম দুই ম্যাচে হেরে গেলে সেটি আপনাকে সামনের ম্যাচগুলো ভালো নজর দিতে সহায়তা করবে। তবে এটি ভিন্ন ফরম্যাট এবং আমাদের রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরার মতো অভিজ্ঞ বোলার রয়েছে। এটা দুই দলের জন্য অসাধারণ সিরিজ হবে।’
দুইয়ের মধ্যে কে ফেবারিট সম্পর্কে জানতে চাইলে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমরা এই সম্পর্কে জানি না। এখানে আমরা প্রতিযোগিতপূর্ণ ক্রিকেট খেলতে এসেছি। ফেবারিট পছন্দ করার ব্যাপারটা আপনাদের উপর নির্ভর করে। দলীয় ভাবে আমরা শুরুটা ভালো করতে চাই। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা আগে ভালো করেছে। শেষ চার বছরে আমরা এখানে টেস্ট খেলিনি। আমাদের রেকর্ড বাংলাদেশ খুবই ভালো।আমরা জানি কি হতে পারে। বাংলাদেশ এখানে ভালো ক্রিকেট খেলে আসছে। ভালো করার জন্য এটা দুই দলের জন্য চ্যালেঞ্জ হতে পারে।’
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ