চট্টগ্রামে আগামীকাল থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ। বাংলাদেশকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে টিম শ্রীলঙ্কা। অন্যদিকে, স্বাগতিক টাইগাররাও ছেড়ে কথা বলতে নারাজ।
ঘরের মাঠে খেলা বলে নিজেদের এগিয়ে রেখেছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেন, ‘বাংলাদেশকে ফেবারিট হিসেবে আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। শ্রীলঙ্কা টেস্টে ভালো করছে। আমাদের হোম কন্ডিশনে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বিশ্বাস করি আমরা এগিয়ে থাকব। আমি বিশ্বাস করি আমাদের যে টিম ব্যালেন্স আছে…যদিও সাকিব নেই, তারপরও দল ব্যালেন্স আছে। ভালোমানের স্পিনার এবং পেস বোলার আছে। এবং ইতিবাচক ব্যাটসম্যান আছে। আশা করছি আমরা যে কোনো মূহুর্তে ভালো কিছুর আশা করতে পারি।’
ভালো ফলের জন্য মাহমুদুল্লাহ দলগত পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তার মতে, ‘সবাই দলগতভাবে ভালো পারফরম্যান্স করে তাহলে অধিনায়কত্ব করা খুব সহজ হয়ে যায়। আমরা সব সময় দল হিসেবে ভালো পারফর্ম করি। এবারও আমাদের লক্ষ্য থাকবে দলগতভাবে ভালো পারফর্ম করা। ওই জিনিসটা যদি করতে পারি তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে। দলে কম-বেশি অভিজ্ঞ ক্রিকেটার আছে এবং জুনিয়র ক্রিকেটাররা সবাই বেশ সহায়ক। সেদিক থেকে আমি বলবো আমার জন্য ভালো হবে।’
উল্লেখ্য, ইনজুরির কারণে দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে পাচ্ছে না দল। সাকিবের অভাব পূরণ সম্ভব নয়।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ