সাকিবের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে নিয়ে তিনি এ মন্তব্য করেছেন।
হাথুরুসিংহের বলেন, ‘সাকিবের না থাকাটা সত্যিই দুর্ভাগ্যজনক। তার মতো একজন খেলোয়াড় দলে না থাকাটা বাংলাদেশের জন্য ক্ষতি। তবে তার অনুপস্থিতিতে দল নির্বাচনের ক্ষেত্রে কবুতরের মধ্যে বিড়াল দিয়ে দেওয়ার মতো পদ্ধতি অবলম্বন করবে বাংলাদেশ। সে কারণেই তারা বেশ কয়েকজন স্পিনারকে দলে নিয়েছে, যাতে দলের মধ্যে ভারসাম্য পাওয়া যায়।’
সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিং করার সময় বাম হাতের আঙ্গুলের ইনজুরিতে পড়েন সাকিব। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় ইনিংসের ৪২তম ওভারের প্রথম ডেলিভারির পর ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। আঙ্গুলের ব্যাথায় পরবর্তীতে মাঠ ছাড়েন সাকিব। এই ইনজুরিতে সুস্থ হতে প্রায় দু’সপ্তাহ লেগে যাবে সাকিবের। তাই সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না তিনি। এমনকি সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চয়তায় পড়তে পারেন সাকিব। তবে প্রথম টেস্টে সাকিবের না থাকায় দলকে ভোগাবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক কোচ হাথুরুসিংহে।
তারপরও ঘরের মাঠের সুবিধা নিয়ে মানসিকভাবে এগিয়ে থাকবে বাংলাদেশ বলে মনে করেন হাথুরুসিংহে, ‘ঘরের মাঠে খেলার জন্য বাংলাদেশ বেশ আত্মবিশ্বাসী। মানসিকভাবে তারা এগিয়ে থাকবে। আমি জানি সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে তারা ভালো পারফরমেন্স করছে। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা ভালো না হলেও শেষ তিন ম্যাচে বাজিমাত করে ঠিকই শিরোপা জিতে নেয় শ্রীলঙ্কা। এবার টেস্ট সিরিজের পালা। অতীতেও বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজে ভালো পারফরমেন্স করেছে লঙ্কানরা। তাই অতীত থেকে সাহস জোগানোর চেষ্টা করছেন হাথুরু। ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। আমরা আমাদের শক্তিমত্তা অনুযায়ী খেলতে চেষ্টা করব। অতীতে বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা ভালো ফল করেছে। বাংলাদেশে আমাদের রেকর্ড ভালো।’
প্রায় চার বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে নামছে শ্রীলঙ্কা। ২০১৪ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছিলো টাইগাররা। সেটিও ছিল এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওই টেস্টটি ড্র হয়েছিল। তবে যে দল মানসিকভাবে এগিয়ে থাকবে তারাই প্রথম টেস্টে ভালো করবে বলে মনে করেন হাথুরুসিংহে, ‘গেল চার বছরে এখানে আমরা কোনো টেস্ট খেলিনি। তবে যে দল ভালো করবে তারা মূলত মানসিকভাবে এগিয়ে থাকার কারণেই সেটা পারবে। উভয় দলই কিন্তু সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছে।’
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম