গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের নামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গতাজ আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় তরগাঁও ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করেছে কাপাসিয়া ইউনিয়ন ফুটবল একাদশ।
পরে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন বঙ্গতাজ কন্যা স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম