২০১৬ সালে যুবরাজ সিংকে ১৬ কোটিতে কিনেছিল দিল্লি ফ্রাঞ্চাইজি। বর্তমানে তার ফর্ম পড়তির দিকে। কিংস ইলেভেন পাঞ্জাব ২ কোটি টাকায় কিনে নিয়েছে তাকে। তাই আইপিএলে দল পেয়ে যাওয়ায় বেজায় খুশি যুবি।
স্ত্রী হ্যাজেল কিচের সঙ্গে একটি ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘যখন আপনার স্ত্রী পোজ দিতে ব্যস্ত থাকবে। তখন সেলফি তুললে আপনার স্ত্রীকে আরও আবেদনময়ী লাগবে।’ যুবির সেই পোস্টটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ৩৫০০০ লাইক পেয়েছে ছবিটি।
গত বছর সানরাইজার্সে ছিলেন যুবরাজ সিং। ২০১৪ সালে আরসিবি ১৪ কোটিতে কিনেছিল তাকে। ২০১৬ সালে দিল্লি তাকে কিনেছিল ১৬ কোটিতে। হায়দ্রাবাদে তার দাম ছিল ৭ কোটি। এবার তা নেমে দাঁড়াল ২ কোটিতে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসী