আন্তর্জাতিক ম্যাচের আগে মাঠ, পরিবেশ ও নিরাপত্তা খতিয়ে দেখতে দলের অনুশীলনে হাজির হন আম্পায়াররা। এর মধ্যে কোনও অস্বাভাবিক কিছু নেই। তবে দক্ষিণ আফ্রিকায় টিম ইন্ডিয়ার সাথে যে ঘটনা ঘটলো তা কিছুটা অস্বাভাবিক বটে।
মঙ্গলবার ভারতীয় দলের অনুশীলন চলাকালীন অভূতপূর্বভাবে হাজির হন আইসিসি মনোনীত ম্যাচের রিজার্ভ আম্পায়ার দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। এরকম ঘটনার কথা আগে কখনও শোনা যায়নি। যত কাণ্ড ঘটছে দক্ষিণ আফ্রিকাতেই।
মঙ্গলবার ভারতের অনুশীলন চলাকালীন এক টুকরো কাগজ হাতে নিয়ে সটান বিরাট কোহলিদের অনুশীলনে পৌঁছে যান তিনি। একাধিক ভারতীয় ক্রিকেটারের ব্যাট পরীক্ষা করেও দেখেন। ভারতীয় খেলোয়াড়দের ব্যাটের মাপ আইসিসির নতুন নিয়ম অনুযায়ী ঠিক আছে কিনা, তা পরীক্ষা করতেই টিম ইন্ডিয়ার অনুশীলনে হাজির হয়েছিলেন অ্যাড্রিয়ান।
মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, মণীশ পাণ্ডেসহ একাধিক ভারতীয় ব্যাটসম্যানের ব্যাটের মাপ তিনি পরীক্ষা করেন। ভারতীয় ক্রিকেটারদের ব্যাটগুলো নির্দিষ্ট মাপের মধ্যে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হয়।
উল্লেখ্য, গত বছর শেষের দিকে, ব্যাটের দৈর্ঘ্য ও পুরুত্ব কমানোর সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য বজায় রাখাই আসল উদ্দেশ্য। আর সেই নিয়ম ভারতীয় ব্যাটসম্যানরা লঙ্ঘন করছেন কিনা, তা খতিয়ে দেখতেই আম্পায়ার পৌঁছে যান ভারতের অনুশীলনে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর