চার বছর আগে চট্টগ্রামে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্টে মাত্র ৬ ওভার বোলিং করেছিলেন। এরপর আর সুযোগ পাননি আব্দুর রাজ্জাক রাজ। তখন মনে হয়েছিল, টেস্ট ক্যারিয়ারে যবনিকা টানতে হচ্ছে বাঁ হাতি স্পিনার রাজ্জাকের।
কিন্তু ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন হওয়ায় ফের ডাক পেয়েছেন বাংলাদেশ দলে। এবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তার ডাক পাওয়াটা বিস্ময়ের জন্ম দিয়েছে ক্রিকেটপাড়ায়।
কিন্তু ডাক পেলেও অপেক্ষা বেড়েছে রাজ্জাকের। ৩১ জানুয়ারি চট্টগ্রামে শুরু হয়েছে প্রথম টেস্ট। এ টেস্টে একাদশে জায়গা হয়নি তার। দুই টেস্ট সিরিজের প্রথমটি খেলতে রবিবার চট্টগ্রামে পা রাখে বাংলাদেশ ক্রিকেট দল। দলের সঙ্গেই উড়ে গেছেন হঠাৎ ডাক পাওয়া রাজ্জাক রাজ।তবে প্রথম টেস্ট তার দর্শক হয়েই থাকতে হচ্ছে।
সম্প্রতি টেস্টে রাজ্জাককে দলভুক্ত করার আগে কোনো নোটিস করেনি বিসিবি। সব মিলিয়ে রাজ্জাক টেস্ট খেলেছেন ১২টি এবং উইকেট সংখ্যা ২৩টি।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৮/ফারজানা