দীর্ঘদিন পর ডাকা পাওয়া আব্দুর রাজ্জাকের প্রত্যাবর্তন সময়ের ব্যাপার মনে হলেও লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের একাদশে সুযোগ পান তিনি। তার জায়গায় সুযোগ পেয়ে অভিষেক হয়ে গেল স্পিনার সানজামুল ইসলামের।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অভিষেকের দিনে অবশ্য রাজ্জাকের আশীর্বাদ পেয়েছেন সানজামুল। ম্যাচ শুরুর আগে তার মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন রাজ্জাক।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৮/মাহবুব