শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অর্ধশতক করে সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল। ওয়ানডে মেজাজে ৫৩ বলে ৫২ রান করেন টাইগার এই ড্যাশিং ওপেনার। এরপর তিন নম্বরে নামা মুমিনুল হককে নিয়ে স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলেন আরেক ওপেনার ইমরুল কায়েস। তবে ২৭.৪ ওভারে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনিও। এরপরই আম্পায়ার মধ্যাহ্ন বিরতির ঘোষণা দেন।
তবে বিরতিতে যাওয়ার আগে শতরান তুলে নিয়েছে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ১২০ রান। ৭৫ বলে ৪০ রান করে ফিরে গেছেন ইমরুল। ৩৯ বলে ২৬ রানে অপরাজিত রয়েছেন মুমিনুল।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৮/মাহবুব