তামিম ইকবালের পর অর্ধশতকের দেখা পেয়েছেন টাইগার টেস্ট স্পেশ্যালিস্ট মুমিনুল হক। ৫৯ বলে ৭ চারের সাহায্যে ফিফটি করেন তিনি।
এর আগে, ওয়ানডে মেজাজে খেলে ৪৬ বলে অর্ধশতকের দেখা পান তামিম ইকবাল। তবে অর্ধতকের পর পরই ফিরে যান তিনি।
মুমিনুলের এটা ১৩তম অর্ধশতক। এর আগে, ১২টি হাফসেঞ্চুরির পাশাপাশি ৪টা সেঞ্চুরি ছিল তার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভার শেষে বাংলাদেশের রান ১৭১ রান। ৬৩ রানে অপরাজিত মুমিনুল এবং ১৩ রান নিয়ে ব্যাট করছেন মুশফিক। এর আগে, ৫৩ রানে তামিম এবং ৪০ রানে ফিরে গেছেন ইমরুল কায়েস।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৮/মাহবুব