২৪ বছরের জীবনে কখনও দিন ৬০ টাকার বেশি রোজগার করতে পারেননি। আর এবার এক সঙ্গে ২০ লাখ টাকার মালিক বনে গেলেন তিনি। বলা হচ্ছে এবারের আইপিএলের নিলামে বিক্রি হওয়া ভারতীয় এক ক্রিকেটারের কথা।
জি নিউজের খবর, ৬০ টাকার ছুতোর মিস্ত্রি থেকে মনজুর দর এখন কাশ্মীরের একমাত্র উঁচু দরের ক্রিকেটার। দিন কেটেছে নিরাপত্তারক্ষীর চাকরি করে। পরিবারের পেট চালাতে কখনও আবার ছুতোর মিস্ত্রির কাজও করেছেন তিনি। প্রতিদিনের আয় ছিল মাত্র ৬০ টাকা। এভাবেই চলছিল জীবন। কিন্তু ২০১৮ সালের আইপিএলের নিলামে নাম উঠতেই এবার লাখপতি হয়ে গেলেন তিনি।
আইপিএল-এ কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন তিনি। নিলামের শেষ দিনে ২০ লাখ টাকায় তাঁকে কিনে নিয়েছেন প্রীতি জিনতা।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৮/মাহবুব