চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ব্যাটসম্যান হিসেবে হাজার রানের মাইলফলক স্পর্শ করতে মাত্র ২ রান দূরে ছিলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ২ রান করার মধ্য দিয়ে সেই মাইলফলক ছুঁয়ে ফেলেন সাবেক এই টাইগার অধিনায়ক।
বর্তমানে ৭০ রানে ব্যাট করা মুশফিকের এই ভেন্যুতে রান ১০৬৮। এর মধ্যে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। একই মাঠে ২৬ ইনিংসে ৮৫৬ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তামিম ইকবালের। আর ২৫ ইনিংসে ৭০৭ রান নিয়ে তৃতীয় স্থানে সাকিব আল হাসান।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৮/মাহবুব