এক ইনিংসে ১০৪৫ রান। ১৪৯টি বাউন্ডারি ও ৬৭ ছক্কার মার। শুনে নিশ্চয়ই অবাক হয়েছেন। আর অবাক কেনই বা হবেন না। আন্তর্জাতিক ৫ দিনের টেস্ট ক্রিকেটে যেখানে কোনো ৫০০ রানের ইনিংস নেই সেখানে হাজার রানের ইনিংস! তাও আবার অপরাজিত। হোক না সেটা ঘরোয়া ক্রিকেট, তারপরও হাজার রান করা তো আর ছোটখাট বিষয় নয়।
মুম্বাইয়ে এক স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে দুইদিনে এমন কীর্তি ঘটিয়েছেন ১৪ বছরের কিশোর তানিষ্ক গাভাতে। তার কোচের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
তানিষ্ক যে মাঠে এই রান করেন সেটার লেগ সাইডে বাউন্ডারির দূরত্ব ৬০ থেকে ৮০ গজ। অফ সাইডে ৫০ গজ।
এর আগে মুম্বাইয়ে এক স্থানীয় টুর্নামেন্টে প্রণব ধানাওয়াড়ে নামে এক ছাত্র ১০০০ রান পার করে বিশ্বরেকর্ড গড়েছিল। স্কুল ক্রিকেটের একটি ম্যাচে ১০০৯ রানের ইনিংস খেলেছিল ১৬ বছরের প্রণব। সেক্ষেত্রে রান এবং বয়স দু'টিতেই এগিয়ে তানিষ্ক।
বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৮/মাহবুব