চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা দারুণ কাটিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা যেন পাত্তাই পেল না টাইগারদের সামনে। টস জিতে ব্যাট করা বাংলাদেশ তুলেছে ৪ উইকেটে ৩৭৪ রান। ওভারপ্রতি চারের উপরে রান আছে। পাশাপাশি, ১৭৫ রানে অপরাজিত আছেন মুমিনুল। আর মুশফিক আউট হয়েছেন ৯২ রানে।
অন্যদিকে লঙ্কান বোলারদের বিপক্ষে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন তামিম। ৫৩ বলে ৫২ রানের দারুণ এক ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার।
তিনি বলেন, ‘যে পরিকল্পনায় খেলছিলাম, মনে হয়েছিল ইতিবাচক শুরু করলে ওরা চাপে পড়বে। সেটাই হয়েছে। যে পরিকল্পনা করেছি, কাজে লেগেছে। ওদের প্রধান বোলার যারা আছে, তাদের আক্রমণ করতে চেয়েছিলাম। সফলভাবেই করেছি। ফলে এমন পরিস্থিতিতে পড়েছে, আমরা ওদের যেখানে পড়তে দেখতে চেয়েছিলাম। সত্যি কথা বলতে, একটা পর্যায়ে তারা বুঝতে পারছিল না কোথায় বল করবে। আমাদের পরিকল্পনা ছিল আক্রমণ করার। আমরা সেটাতে সফল।’
তামিম আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, এমন পজিশনে আছি, যেখান থেকে অনেক রান করা সম্ভব। আমরা এমন অবস্থানে থাকি না। আমরা খুব ভাল একটা রেটে রান করেছি। কালও দারুণ শুরু করতে হবে। যদি সেটা পারি, যারা ড্রেসিংরুমে আছে, তারাও যদি অবদান রাখে, তাহলে বড় রান করতে পারব। এটাই আশা করছি।’
বিডি প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ