চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিন ফের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আর দিনের শুরুতেই মুমিনুল হকের উইকেট খুইয়ে হোচট খেয়েছে বাংলাদেশ। গতকাল ১৭৫ রানে অপরাজিত থাকা মুমিনুল হক মাত্র ১ রান যোগ করেই রঙ্গনা হেরাথের বলে মেন্ডিসের হাতে তালুবন্দী হয়ে সাজঘরে ফিরেছেন।
এর আগে প্রথম দিন টাইগাররা টসে জিতে ব্যাটিংয়ে নেমে অসাধারণ শুরু করে। দিন শেষে ওভার প্রতি ৪.১৫ গড়ে ৪ উইকেট হারিয়ে ৩৭৪ রান তোলে স্বাগতিক দলটি। হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন ওপেনার তামিম ইকবাল (৫২)। আরেক ওপেনার ইমরুল কায়েস করেন ৪০।
তবে শেষ বিকেলের আফসোস হয়েছে মুশফিকুর রহিমের উইকেট। মুমিনুলের সঙ্গে দেশের হয়ে তৃতীয় উইকেট জুটিতে রেকর্ড ২৩৬ রানের পার্টনাশিপ গড়ে শেষ পর্যন্ত ৯২ রানে বিদায় নেন। এরপরেই শূন্য রানে বিদায় নেন লিটন দাশ।লঙ্কান বোলারদের মধ্যে সফল ছিলেন ২ উইকেট নেওয়া পেসার সুরাঙ্গা লাকমাল। একটি করে উইকেট দখল করেন দিলরুয়ান পেরেরা ও লাকসান সান্দাকান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৮৩ রান করেছে বাংলাদেশ। উইকেটে আছেন মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেন।
বিডিপ্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি ২০১৮/ ই জাহান