চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ১৫তম অর্ধশতকের দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের 'সাইলেন্ট কিলার' খ্যাত এ ক্রিকেটার ৯২ বল খেলে ১টি ছক্কা ও ৪টি চারের মারে অর্ধশতক পূর্ণ করেন।
এদিেকে দ্বিতীয় দিনের শুরুতেই মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। তারপর মোসাদ্দেকও ফিরে গেছেন ব্যক্তিগত ৮ রানে। কিন্তু মাহমুদউল্লাহ ও মিরাজের দৃঢ়তায় ৪০০ রানের ঘর ছাড়ায় বাংলাদেশ। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি মিরাজ-মাহমুদউল্লাহর জুটিও। অযথা তৃতীয় রান নিতে গিয়ে রান আউটের শিকার হন মিরাজ। ব্যক্তিগত ২০ রানে ফিরেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে ৪৬৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। উইকেটে আছেন মাহমুদউল্লাহ ৫০ ও সানজামুল ২৩ রানে অপরাজিত আছেন।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন চার উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। মুমিনুল হক ১৭৫ ও মাহমুদুল্লাহ ৯ রান করে অপরাজিত ছিলেন। তবে আজ ১৭৬ রানে ফিরে যান মুমিনুল।
বিডিপ্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি ২০১৮/ ই জাহান