আইভরি কোস্টের কিংবদন্তি ফুটবলার দিদিয়ের দ্রগবা সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।
যদিও ২০১৪ সালেই জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন দ্রগবা। এরপর খেলছিলেন পেশাদার লিগে। খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় চেলসিতে কাটিয়েছেন আইভরি কোস্টের এই ফুটবল সুপারস্টার।
তবে এবার ক্লাব ফুটবলসহ সব ধরনের প্রতিযোগিতামূলক খেলা থেকে বুট জোড়া তুলে রাখার ঘোষণা দিলেন ৪০ বছর বয়সি এই কিংবদন্তি।
দ্রগবার ফুটবল ক্যারিয়ার শুরু ১৯৯৮ সালে। জাতীয় দলের জার্সিতে ১০৪ ম্যাচে গোল করেন ৬৫টি। নিজ ক্লাব চেলসির হয়ে ৩৮১ ম্যাচে ১৬৪ বার বল জালে জড়ান তিনি। জেতেন ৪টি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ১টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। দুইবার জেতেন ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা গোল্ডেন বুট পুরস্কারের খেতাব।
এছাড়াও দুইবার আফ্রিকার সেরা খেলোয়ার হন এই আইভরিয়ান স্ট্রাইকার। মার্কিন ক্লাব ফনিক্স রাইজিংয়ের হয়ে ২০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার সমর্থকদের ভালবাসা নিয়েই ইতি টানলেন এই আফ্রিকান কিংবদন্তি।
বিডি প্রতিদিন/কালাম