ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম দিন মুমিনুল হকের সেঞ্চুরি ও টেলএন্ডারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম ইনিংসে দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩১৫ রান করে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় দিনে আজ শুক্রবার সকালে জোমেল ওয়ারিক্যান বোলিংয়ে এসে চার বলের মধ্যে বাংলাদেশের শেষ দুই উইকেট তুলে নিলে মাত্র ৯ রান যোগ করেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে টাইগারদের প্রথম ইনিংস ৩২৪ রানে থেমেছে।
আগের দিন অভিষিক্ত নাঈম হাসানকে ফিরিয়ে দিয়ে নবম উইকেট জুটির প্রতিরোধ ভাঙেন জোমেল ওয়ারিক্যান। প্রথম স্লিপে ধরা পড়েন শেই হোপের হাতে। টেস্ট অভিষেকে নিজের প্রথম ইনিংসে ২৬ রানে ফিরেন নাঈম। ভাঙে তাইজুল ইসলামের সঙ্গে তার ৬৫ রানের জুটি। এরপর শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে এসে এলবিডব্লিউ হয়ে মুস্তাফিজুর রহমান বিদায় নিলে ৩২৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাইজুল ইসলাম ৩৯ রানে অপরাজিত থাকেন।
এর আগে বৃহস্পতিবার সকালে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। কিন্তু দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা সৌম্য সরকারের ব্যর্থতা শুরুতে ফিরলে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। কিন্তু শুরুর বিপর্যয় পুষিয়ে দেন ইমরুল কায়েস ও মুমিনুল হক। ১০৪ রানের জুটি গড়েন তারা।
কায়েস ৪৪ রানে বিদায় নিলেও ক্যারিয়ারের অষ্ঠম সেঞ্চুরি করে বেশ কয়েকটি রেকর্ডের মালিক হন মুমিনুল। শেষ পর্যন্ত তিনি ১৬৭ বলে ১০টি চার ও একটি ছক্কায় ১২০ রানে কেমার রোচের বলে বিদায় নেন। দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ফিরলেও ভালো কিছু করতে পারেননি (৩৪)। ব্যর্থতার খাতায় নাম লেখান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও।
তবে শেষ দিকে মেহেদি হাসান মিরাজ (২২) , নাঈম (২৬) ও তাইজুলের (৩৯*) ব্যাটে তিনশ রানের কোটা পার করে বাংলাদেশ।
ক্যারিবীয় বোলারদের মধ্যে শেনন গ্যাব্রিয়েল ও জোমেল ওয়ারিকন ৪টি এবং দেবেন্দ্র বিশ ও রোচ একটি করে উইকেট পান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম