শেষ বেলায় প্রথম ইনিংসে ৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে বাংলাদেশ। সফরকারীদের বোলিং তোপে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ।
দলীয় ১৩ রানে জোমেল ওয়ারিক্যানের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার ইমরুল কায়েস। প্রথম ইনিংসে ৪৪ রান করা ইমরুল দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ২ রান করে।
এরপর কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন অন্য ওপেনার সৌম্য সরকার। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া সৌম্য, দ্বিতীয় ইনিংসে ব্রাথওয়েটের বলে ক্যাচ তুল বিদায় নেয়ার আগে করেন ১১ রান।
এরপরই সাঁঝঘরে ফিরেন প্রথম ইনিংসে শতক করা মুমিনুল। ২ বলে ১ রান করে ফেরেন ইনজুরি কাটিয়ে ফেরা সাকিব। আশা জাগিয়ে ৩৫ বলে ১৭ রান করে ফিরেন মিথুনও।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে ৩২৪/১০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ব্যাটে নেমে শুরু থেকেই টিম টাইগারদের বোলিং তোপে মাত্র ২৪৬ রানে গুটিয়ে যায়।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৮/আরাফাত