ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়েছে তরুণ নাঈম হাসানের। বয়স মাত্র ১৭ বছর ৩৫৬ দিন। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ৯৩তম ক্রিকেটার তিনি।
উইন্ডিজদের বিপক্ষে অভিষেকে একাই পাঁচ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েন এই তরুণ স্পিনার।
আর এতেই অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে পিছনে ফেলে ইতিহাসের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্টে ৫ উইকেটে নিয়েছেন তিনি। তবে এই রেকর্ডের কথা নাকি জানতেনই না নাঈম। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, কোনো টার্গেট নিয়ে নয়, নরমাল ক্রিকেটই খেলেছি। ৫ উইকেট নিতে হবে, ১০ উইকেট নিতে হবে এরকম কিছু মাথায় ছিল না। আমি শুধু চেষ্টা করেছি প্রসেসটা মেইনটেইন করার। রেকর্ডের কথা তো জানতামই না। এখানে আসার সময়ই শুনেছি।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৮/আরাফাত