ভারী বৃষ্টিতে ভেস্তে গেল ভারত অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। সেই সঙ্গে ভারতের সিরিজে প্রত্যাবর্তনের এদিনের আশাও পণ্ড হয়ে গেল বলা চলে৷ অন্য দিকে, ম্যাচ ভেস্তে যাওয়ায় স্বস্তি ফিরল অজি শিবিরে। হাতের বাইরে চলে যাওয়া ম্যাচ ভেস্তে যাওয়ায় সিরিজে এগিয়ে থেকেই সিরিজের শেষ ম্যাচ খেলতে সিডনি উড়ে যাচ্ছে ফিঞ্চরা।
টসে জিতে এদিন বোলিং করে অস্ট্রেলিয়াকে ১৯ ওভারে ১৩২ রান বেঁধে রাখে ভারত। এরপরই মেলবোর্নে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি না থামায় অস্ট্রেলিয়ার ইনিংস এক ওভার ছাঁটা হয়। ডাক ওয়ার্থ লুইস নিয়মে ১৯ ওভারে কমে দাঁড়ানো ম্যাচে ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩৭ রান।
পরে আবার বৃষ্টি নামলে ভারতের ইনিংস কমে দাঁড়ায় ১১ ওভার। তাতে ভারতের পরিবর্তিত জয়ের লক্ষ্য দাঁড়ায় ৯০ রান। শেষ পর্যন্ত পাঁচ ওভারে কোহলিদের টার্গেট দাঁড়ায় ৫ ওভারে ৪৬। টার্গেট কমলেও বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ভারতের ব্যাটিং ইনিংসের এক বলও গড়ায়নি। ম্যাচ ভেস্তে যাওয়া সহজ টার্গেট তাড়া করে সিরিজে প্রত্যাঘাতের সুযোগ হারাল কোহলিরা।
অস্ট্রেলিয়ার হয়ে ৩০ বলে এদিন সর্বোচ্চ ৩২ রান করে অপরাজিত থাকেন ম্যাকডারমট। ৯ বলে ১৮ রান করে আউট হন কুল্টার-নাইল। ২২ বলে ১৯ রান করেন ম্যাক্সওয়েল। ডার্সি শর্ট ১৪ ও ক্রিস লিন ১৩ রান করে সাজঘরে ফেরেন। রানের খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন ফিঞ্চ৷
ভারতের নিয়ন্ত্রণ বোলিং এদিন চোখ কেড়েছে। ভুবি-বুমরাহের পাশাপাশি উইকেট পেয়েছেন ব্রিসবেন ম্যাচে হাত খুলে রান খরচ করা ক্রুনাল পান্ডিয়া। ভুবি-খলিল দুটি করে উইকেট পেয়েছেন। দুই স্পিনার কুলদীপ ও ক্রুণাল ও পেসার বুমরাহ পেয়েছেন একটি করে উইকেট। সিরিজের শেষ ম্যাচ ২৫ নভেম্বর সিডনিতে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত