ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। কিন্তু অধিনায়ক কোহলিকে আরও পরিণত হতে হবে। অন্তত বিদেশ সফরে। এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি।
তিনি বলেছেন, ‘বিরাট কোহলি আমার অন্যতম প্রিয় ক্রিকেটার। কিন্তু অধিনায়ক কোহলিকে আরও পরিণত হতে হবে। চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজটা বেশ উত্তেজক হবে। আর ভারতকে যদি সিরিজ জিততে হয়। তাহলে দল হিসেবে খেলতে হবে।’
অর্থাৎ শুধু কোহলি নির্ভরতা থাকলে চলবে না। বাকিদেরও রান করতে হবে। এমনটাই বুঝিয়ে দিলেন আফ্রিদি। কিছুদিন আগে সুনীল গাভাসকারও বলেছিলেন, ‘অধিনায়ক বিরাটকে এখনও অনেককিছু শিখতে হবে। দক্ষিণ আফ্রিকা কিংবা ইংল্যান্ডে এটা বোঝা গেছে। সঠিক জায়গায় ফিল্ডার দাঁড় করানোর ব্যাপারে আরও ভাবনাচিন্তা দরকার। এমনকি বিপক্ষ বড় জুটি তৈরি করে ফেললে বিরাট অধিনায়কত্বে দক্ষতা দেখাতে পারছে না। কাকে দিয়ে বল করাতে হবে। ব্যাটসম্যানের দুর্বলতা না বুঝতে পারলে মুশকিল।’
বিরাটের অধিনায়কত্বে বিদেশে ভারত জিতেছে মাত্র দুটি টেস্ট। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে জোহানেসবার্গে। ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেছে সাউদাম্পটনে। সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। যা আসল পরীক্ষা হতে চলেছে ক্যাপ্টেন বিরাটের।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত