আগের দিন শেষে ৫ উইকেট হাতে রেখে ১৩৩ রানে এগিয়ে থেকে শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডীয়ামে তৃতীয় দিনের খেলায় সকাল সাড়ে নয়টায় মাঠে নামে টাইগাররা।
কিন্তু লিডটা টাইগার শিবিরে ঠিক স্বস্তি দিচ্ছে না। তৃতীয় দিন ব্যাট করতে নেমে শুরুতেই মুশফিকুর রহিমের উইকেট হারায় বাংলাদেশ। উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েলের নিচু হয়ে আসা বলের লাইন ভুল করলে মুশফিকের উইকেট ভেঙে যায়। ব্যক্তিগত ১৯ রানে বিদায় নিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
এরপর বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ১৯ রানে মাঠ ছাড়েন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ