ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে চলতি বছর সর্বোচ্চ ৪ সেঞ্চুরি করা ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির পাশে বসেছেন মুমিনুল হক। আর দ্বিতীয় ইনিংসে দ্রুত আউট হলেও ১২ রান করার মধ্য দিয়ে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন এই টেস্ট স্পেশ্যালিস্ট খ্যাত এই ব্যাটসম্যান।
সিরিজ শুরু আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ টেস্টে মুমিনুল হকের রান ছিল ৮৬৯। এই মাঠে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক ছুঁতে তার দরকার ছিল ১৩১ রান। কাজটা খুব কঠিন হলেও প্রথম ইনিংসে ১২০ রানের ইনিংস খেলা সেটা এগিয়ে রেখেছিলেন। শুক্রবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেন ১২ রান। আর এর মধ্য দিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ ১১১৫ রান মুশফিকের।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৮/মাহবুব