জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্পিনারদের দাপটে জয় দেখছে টাইগাররা। এই প্রতিবেদন লেখার সময় ৮ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের সংগ্রহ ১০৭ রান। তাদের জয়ের জন্য দরকার এখনও ৯৭ রান। অন্যদিকে, বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন মাত্র দুটি উইকেট।
এদিকে, আবারও ৫ উইকেটের দেখা পেয়েছেন তাইজুল ইসলাম। এ নিয়ে টানা তিন টেস্টে ৫ উইকেট পেলেন এই স্পিনার।
এর আগে, আগের দিন শেষে ৫ উইকেট হাতে রেখে ১৩৩ রানে এগিয়ে থেকে শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডীয়ামে তৃতীয় দিনের খেলায় নামে টাইগাররা। কিন্তু নিয়মিত উইকেট হারিয়ে ক্যারিবীয়ানদের সামনে মাত্র ২০৪ রানের টার্গেট রাখে টিম বাংলাদেশ।
জবাব দিতে নেমে টাইগার স্পিনারদের সামনে মুখ থুবড়ে পড়ে ক্যারিবীয়রা। মাত্র ১৪ রান যোগ করতেই সাকিব ও তাইজুলের জোড়া আঘাতে ফিরে যান সফরকারীদের ৪ ব্যাটসম্যান। লাঞ্চ বিরতির পর সুনীল অ্যামব্রিস ও শিরমোন হিটমার কিছুটা বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টা করেন। ১৯ বলে ২৭ রান করে মিরাজের বলে হিটমার ফিরে গেলে আবারও ধস নামে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে। এরপর টানা তিন উইকেট তুলে টানা তিন টেস্টে ৫ উইকেটের নেওয়ার কীর্তিও লিখে ফেলেন তাইজুল।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৮/মাহবুব