চট্টগ্রাম টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে ৬৪ রানের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে টাইগাররা। ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বাগতিকদের ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। বল হাতে আবারও চমক দেখান তাইজুল ইসলাম, একাই তুলে নেন প্রতিপক্ষের ৬ উইকেট। অবশেষে তৃতীয় দিনেই ৬৪ রানের জয় নিশ্চিত করে টিম বাংলাদেশ।
আগের দিন শেষে ৫ উইকেট হাতে রেখে ১৩৩ রানে এগিয়ে থেকে শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডীয়ামে তৃতীয় দিনের খেলায় সকাল সাড়ে নয়টায় মাঠে নামে টাইগাররা। কিন্তু নিয়মিত উইকেট হারিয়ে ক্যারিবীয়ানদের সামনে মাত্র ২০৪ রানের টার্গেট রাখে টিম বাংলাদেশ। অন্যদিকে, ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।
অন্যদিকে, টাইগারদের জার্সিতে জ্বলে ওঠেন তাইজুল, সাকিব ও মিরাজ। তাইজুল একাই প্রতিপক্ষের ৮ ব্যাটসম্যানকে বিদায় জানান। এছাড়া সাকিব ও মিরাজ পান দুইটি করে উইকেট।
এর আগে, তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দিনের শুরুতে মুশফিক আউট হওয়ার পর মিরাজ বিদায় নেন দ্রুতই। তাদের দুজনের পথেই হাঁটেন অভিষিক্ত নাঈম হাসান। এরপর শাই হোপের ক্যাচে পরিণত হয়ে বিশুর চতুর্থ শিকার হয়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ (৩১)। ১২৪ রান সংগ্রহ করতেই নবম উইকেট হারায় টাইগাররা। বাকি এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ১২৫ রানেই গুটিয়ে দেন ক্যারিবীয় স্পিনার চেজ।
উইন্ডিজের হয়ে ২৬ রান খরচে ৪ উইকেট পেয়েছেন বিশু, ৩ উইকেট গেছে চেজের দখলে। ২ উইকেট পেয়েছেন ওয়ারিকান, ১ উইকেট দখল করেছেন গ্যাব্রিয়েল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ