ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৫ উইকেট নেওয়ার মধ্য দিয়ে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে প্রথম বাংলাদেশি হিসেবে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। তবে এর অনেক আগেই টেস্টে ৩০০০ রানের মাইলফলক পেরিয়ে গেছেন টাইগার অধিনায়ক। বর্তমানে এই সংস্করণে তার রান ৩৭২৭। আর রান এবং উইকেট দুটি ফিগার এক করলে অবশ্য সাকিব পেছনে ফেলেছেন বিশ্বের অনেক তারকা অলরাউন্ডারকে।
ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, টেস্টে দ্রুত ২০০ উইকেট এবং ৩০০০ রান করাদের তালিকায় শীর্ষে সাকিব। ৫৫ ম্যাচে এই মাইলফলক নিয়ে এতদিন শীর্ষে ছিলেন ইংল্যান্ডের ইয়ান বোথাম। সাকিব এই কীর্তি গড়েছেন ৫৪ ম্যাচে। নিউজিল্যান্ডের ক্রিস কার্নসের লেগেছে ৫৮ ম্যাচ।
সাকিব পেছনে ফেলেছেন নিজেদের সময়কার সেরা দুই তারকা ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ ও ভারতের কপিল দেব। টেস্টে দ্রুত ২০০ উইকেট এবং ৩০০০ রান করতে ফ্লিনটফ খেলেছেন ৬৯ এবং কপিল দেব খেলেছেন ৭৩টি ম্যাচ।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৮/মাহবুব