ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি হয়ে আসা শেন ডোরিচ দ্বিতীয় দিন শেষে গতকাল সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন, তিন দিনেই ম্যাচ জিততে চায় তারা। চাওয়ার সঙ্গে পাওয়ার যে সব সময় মিল থাকে না সেটাই প্রমাণ হলো আজ।
দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হাতে রেখে ১৩৩ রানে এগিয়ে থেকে শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডীয়ামে তৃতীয় দিনের খেলায় সকাল সাড়ে ৯টায় মাঠে নামে টাইগাররা। কিন্তু নিয়মিত উইকেট হারিয়ে ক্যারিবীয়ানদের সামনে মাত্র ২০৪ রানের টার্গেট রাখে টিম বাংলাদেশ।
২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বাগতিকদের ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। বল হাতে আবারও চমক দেখান তাইজুল ইসলাম, একাই তুলে নেন প্রতিপক্ষের ৬ উইকেট। অবশেষে তৃতীয় দিনেই ৬৪ রানের জয় নিশ্চিত করে টিম বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের পতনে বল হাতে নেতৃত্ব দেন তাইজুল ইসলাম। একাই নিয়ে যান ৬টি উইকেট। এছাড়াও সাকিব আল হাসান ও মিরাজ নেন দুটি করে উইকেট।
তবে এই উইকেটে ব্যাটিং করা কতটা কঠিন ছিল সেটা বুঝা গেছে দুই দলের দ্বিতীয় ইনিংস দেখেই। বিশেষ করে স্পিনের বিপক্ষে এই পিচে ব্যাটিং করা ছিল খুবই কঠিন। আর এই কঠিন উইকেটে ম্যাচ জয়ের কারণ হিসেবে টস জিতাকেই সামনে আনলেন মুমিনুল হক।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ও ম্যাচ সেরা মুমিনুল বলেন, টস জিতাটা আমাদের জন্য ভালো হয়েছে। তখন উইকেট ভালো ছিল এবং আমরা সেই সুবিধাটা কাজে লাগিয়েছি। আর প্রথম সুবিধাটা কাজে লাগানোর কারণেই আমাদের রানটা ভালো হয়েছে এবং আমরা ম্যাচটি জিততে পেরেছি। পাশাপাশি আমাদের স্পিনাররা দারুণ বল করেছে সাকিব, নাঈম, তাইজুল, মিরাজ ভালো বোলিং করার কারণেই আমরা অল্প রানেও শেষে ম্যাচটি জিততে পেরেছি।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৮/আরাফাত