২০০৮ সালে চণ্ডীগড়ে আইপিএলে মুম্বাই বনাম পাঞ্জাব ম্যাচ খেলা ছিল। শ্রীসান্ত ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে। হরভজন সিং আবার খেলছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। রুদ্ধশ্বাস সেই ম্যাচে জয়লাভ করে কিংস ইলেভেন। ম্যাচ শেষে হরভজনকে সমবেদনা জানাতে গিয়ে নাকি চড় খান শ্রীসান্ত। সত্যি ঠিক কী হয়েছিল?
সেই পুরানো বিতর্ক নিয়ে মুখ খুললেন শ্রীসান্ত। তাও কিনা ঠিক দশ বছর পরে। তিনি জানিয়েছেন, ‘‘আমি সীমা লঙ্ঘন করেছিলাম। সে নিজের ঘরের মাঠে হেরে যাওয়াটা মোটেই পছন্দ করেননি। যেন লাভার উদগীরণ ঘটেছিল। শুরুতেই আমিও রেগে গিয়েছিলাম। তবে নিজের অসহায় অবস্থার কথা বিবেচনা করে কাঁদতে শুরু করেছিলাম।’’
কী কারণে চড় মেরেছিলেন হরভজন? জানা গেছে, সমবেদনা জানাতে গিয়ে হরভজনকে ব্যাঙ্গাত্মক কিছু একটা বলেছিলেন শ্রীসান্ত। সেটাই মেনে নিতে পারেননি। নিজের চেনা মাঠে পরিচিত দর্শকদের সামনে হারের পরে এমনিতেই হতাশ হয়ে পড়েছিলেন। তার উপরে শ্রীসান্তের রসিকতায় মাথা গরম করে ফেলেন।
রাগে অগ্নিশর্মা হয়ে তৎক্ষণাৎ চড় মেরে বসেন শ্রীসান্তকে। তারপরেই হাউহাউ করে কাঁদতে দেখা গিয়েছিলেন তৎকালীন জাতীয় দলের তারকা পেসারকে। সেই স্মৃতি রোমন্থন করে ফের একবার আবেগী হয়ে পড়েন শ্রীসান্ত বিগ বস'র সেটে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত