চুক্তি সত্ত্বেও ভারত দ্বি-পাক্ষিক সিরিজ না খেলায় বিসিসিআই'র বিরুদ্ধে ৭ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণের দাবি জানিয়ে মামলা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু তিনদিনের শুনানির পর পিসিবি'র সেই দাবি খারিজ করে দেয় আইসিসি'র ডিসপুট প্যানেল। তবে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের পক্ষে আরও একবার স্রব হলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। তিনি জানালেন, ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের প্রতিদ্বন্দ্বীতা অ্যাসেজের চেয়েও বড়।
আফ্রিদি জানিয়েছেন, ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজকে বিশ্বক্রিকেটে সবচেয়ে ভয়ঙ্কর বলে গণ্য করা হয়। কিন্তু ভারত-পাকিস্তান পাঁচ দিনের ম্যাচ অ্যাসেজের চেয়েও বড়।’ ১১ বছর আগে ভারতের মাটিতে শেষবার টেস্ট সিরিজে প্রতিদ্বন্দ্বীতা করেছিল দুই দল। তিন ম্যাচের সেই টেস্ট সিরিজে পাকিস্তানকে ১-০ ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিল ভারত। এরপর দু’দেশের রাজনৈতিক চাপায় পড়ে বন্ধ হয়ে যায় প্রতিবেশী দেশের দ্বি-পাক্ষিক সিরিজ। একমাত্র আইসিসি’র কোনও ইভেন্ট ছাড়া বর্তমানে ভারত-পাকিস্তান লড়াই থেকে বঞ্চিত হন ক্রিকেট অনুরাগীরা।
আফ্রিদির এই বক্তব্যের সমর্থনে এগিয়ে এসেছেন সাবেক পাক ক্রিকেটার রমিজ রাজাও। পাঁচ দিনের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ বেশি করে প্রয়োজন বলে মত তার। রমিজের কথায়, ‘টেস্ট ক্রিকেটের উন্মাদনা বাঁচিয়ে রাখতে ভারত-পাকিস্তানের উচিত পরস্পরের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলা। ভারত-পাক সিরিজ সবসময়ই একটা আলাদা উন্মাদনা ও গুরুত্ব বহন করে। ক্রিকেটাররাও চাপের মাথায় কীভাবে ক্রিকেট খেলতে হয়, সে সম্পর্কে ওয়াকিবহাল হতে পারে।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত