এবার হাড্ডাহাড্ডি লড়াই চলছে লা লিগার শিরোপা দৌঁড়ে। গত ১৪ বছরে লা লিগার শিরোপার লড়াই সীমাবদ্ধ ছিল ৩ দল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদের মধ্যে। কিন্তু এবার ১২তম রাউন্ডের পরে ২০ থেকে ২৪—এই চার পয়েন্টের মধ্যেই রয়েছে প্রথম ছয় দল। যার মধ্যে আছে বার্সেলোনা (২৪), সেভিয়া (২৩), আতলেটিকো মাদ্রিদ (২৩), আলাভেজ (২৩), অ্যাস্পানিয়ল (২০) ও রিয়াল মাদ্রিদ (২০)।
লা লিগার শেষ ম্যাচে ঘরের মাঠে লিয়ো মেসির জোড়া গোল সত্ত্বেও রিয়াল বেতিসের কাছে হেরে গিয়েছিল বার্সা। শিবিরের খবর অনুযায়ী, হাঁটুর চোট সারিয়ে এই ম্যাচে ফিরতে চলেছেন সেন্ট্রাল ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। কার্ড সমস্যায় এই ম্যাচে নেই ইভান রাকিতিচ। চলতি মরসুমে লা লিগায় ৯টি গোল করেছেন বার্সা অধিনায়ক মেসি। করিয়েছেন ৫টি গোল।
এই পরিসংখ্যান মাথায় রেখে আতলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড ভিতোলো বলছেন, 'আসল সমস্যা তো সেই মেসি। দর্শকরা মজা পেতে যার খেলা দেখতে ছুটে আসেন। যে কোনো মুহূর্তে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে লিও। তাই আমাদের রক্ষণকে সতর্ক থাকতে হবে।'
এদিকে, মেসি আর জর্ডি আলবার জুটি বিপজ্জনক বলে মন্তব্য করেছেন আতলেটিকো মাদ্রিদ রাইট ব্যাক হুয়ান ফ্রান।
বিডি প্রতিদিন/এ মজুমদার