অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরানোর পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, স্কিলের দিক থেকে এই সিরিজে প্রতিপক্ষের থেকে আমরাই ‘বেটার’ দল ছিলাম।
ব্রিসবেনে প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারে চার রানে জিতেছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টির জন্য ভারত রান তাড়া করতেই পারেনি। সেজন্যই সিডনিতে সিরিজে সমতা ফেরানোর চাপ ছিল ভারতের উপর।
ম্যাচ জেতানো ইনিংসের পর কোহলি বলেছেন, “শুরুতে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান যা ব্যাট করেছে, তাতে চাপ কমে গিয়েছিল। রান তাড়াকে সহজ দেখাচ্ছিল। শেষের দিকে ডিকে (দীনেশ কার্তিক) বেশ জমাট ছিল। আমার সঙ্গে জুটি বেঁধে জয় ছিনিয়ে আনতে সাহায্য করল। ওদের অ্যাডাম জাম্পা আর গ্লেন ম্যাক্সওয়েল দারুণ বল করল। আমার মনে হয়, সার্বিকভাবে আমরা স্কিলের দিক দিয়ে অস্ট্রেলিয়ার চেয়ে বেটার খেলেছি। বল হাতে আমরা যেমন বেশি পেশাদার ছিলাম। এটা ১৮০ রানের উইকেট ছিল। এই ১৫ রান কম থাকা পার্থক্য গড়ে দিল।”
এই নিয়ে ১৪ টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়ায় অপরাজিত থাকলেন কোহলি। প্রতিবারই জিতেছে ভারত। তবে ৪১ বলে ৬১ নট আউটের পরও ম্যাচের সেরা তিনি নন। চার উইকেট নেওয়া ক্রুনাল পান্ড্যই পেয়েছেন নায়কের সম্মান।
তিনি বলেছেন, “দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ লাগছে। প্রথম ম্যাচের পর নিজের ক্ষমতা অনুসারে বল করেছি। হার্ডল টপকাতে পেরে তাই স্বস্তি পাচ্ছি। ভারতীয় দলের সেরা দিক হল, কেউ ভাল খেলুক বা বাজে খেলুক, সবাইকেই ভরসা জোগানো হয়।”
সিরিজের সেরা হয়েছেন শিখর ধাওয়ান। সিরিজে দুই ইনিংসে ১১৭ রান করেছেন তিনি। তিনি বলেন, “বিনোদন দিতে ভালবাসি দর্শকদের। আক্রমণাত্মক ক্রিকেটই ভাল লাগে। এখানে আমাদের এত সমর্থক দেখে মন ভরে গেল। জিতে সিরিজ শেষ করতে পেরে তৃপ্ত।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ