চলতি বছরে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজে হেরে এসেছে ভারত। ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে এবার অস্ট্রেলিয়ায় ভারতের সামনে টেস্ট জেতার সেরা সুযোগ বলে মনে করা হচ্ছে। তবে অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ার বিরাট কোহলিকে এখনও অনেক কিছু শিখতে হবে বলে মনে করেন ভিভিএস লক্ষ্মণ।
বলেছেন, “পারফরমেন্সই ওর হয়ে কথা বলে। ২০১৪ সালে অ্যাডিলেডে প্রথমবার নেতৃত্ব দিতে এসেই ও জেতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। ওর মানসিকতা ভাল লেগেছিল। এতে ওর মানসিকতাও ফুটে উঠেছিল। ও খুব ইতিবাচক, আগ্রাসী। সবসময় ম্যাচে প্রভাব ফেলতে মরিয়া।”
তাঁর কথায়, “সেই মানসিকতা বাকিদের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিদেশ সফরে যত সাফল্য পাবে, অধিনায়ক হিসেবে তত অভিজ্ঞতা বাড়বে কোহলির। দীর্ঘমেয়াদি ফরম্যাটে ও ভাল অধিনায়ক বলেই মনে হয় আমার। ও চ্যালেঞ্জ উপভোগ করে। দায়িত্ব নিতে ভালবাসে।”
নিজের অভিজ্ঞতার কথাও শুনিয়েছেন লক্ষ্মণ। শৈল্পিক হায়দরাবাদী বলেছেন, “দেখেছি অনেক অধিনায়ক বাড়তি চাপে ভেঙে পড়ে। কিন্তু কোহলির ব্যাপার আলাদা। চাপে আরও ভাল খেলে কোহালি। যখন শুরু করেছিল, তার চেয়ে ব্যাটসম্যান হিসেবেও সুনাম বাড়িয়েছে ও। আমার বিশ্বাস যে ও ভাল অধিনায়ক। কিন্তু, এখনও পুরো তৈরি হয়নি ও।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ