স্পেন ছেড়ে ইতালিতে পাড়ি দিয়েও স্বমহিমায় ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতি ম্যাচেই জুভেন্টাসের জার্সিতে গোল করেই চলেছেন সিআর সেভেন। শনিবার 'সিরি এ'-তে স্পালের বিরুদ্ধে গোল করেই রেকর্ড গড়ে ফেললেন রোনালদো। ম্যাচটি ২-০ গোলে জিতে নেয় জুভেন্তাস। অপর গোলটি করেন মারিও মানজুকিচ।
শনিবার স্পালের বিরুদ্ধে ম্যাচের ২৮ মিনিটে মিরালেম পিয়ানিচের ফ্রি কিক বক্সের বাইরে পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান রোনালদো। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচের সাতটিতেই গোল করলেন তিনি।
জুভেন্টাসের জার্সিতে এই মৌসুমে 'সিরি-এ'- তে ১৩ ম্যাচে ৯ গোল করলেন রোনালদো। শেষ জুভেন্টাস খেলোয়াড় হিসাবে এই কৃতিত্ব গড়েছিলেন পিয়েত্রো আনাসতাসি ১৯৬৮-৬৯ মৌসুমে এদিন আনাসতাসিকে স্পর্শ করলেন সিআর সেভেন।
পাশাপাশি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্টাসের জার্সিতে ১৬ ম্যাচে ১০ গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো। ইতালির ক্লাটির ইতিহাসে যা দ্রুততম। জুভেন্টাসে যোগ দিয়ে প্রথম মৌসুমেই দ্রুততম ১০ গোলের নজির এখন রোনালদোর ঝুলিতেই।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত