১৯ মে, ২০১৯ ০৪:৪৭

ত্রিদেশীয় সিরিজ জিতে দেশে ফিরলেন মাশরাফি

অনলাইন ডেস্ক

ত্রিদেশীয় সিরিজ জিতে দেশে ফিরলেন মাশরাফি

ফাইল ছবি

ত্রিদেশীয় সিরিজ জিতে দীর্ঘ ১০ বছরের আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো কোনও টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এদিকে, ব্যক্তিগত কারণে দেশে ফিরেছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু দেশে ফিরে সাংবাদিকদের সামনে ত্রিদেশীয় সিরিজ জয়ের ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানাননি টাইগার অধিনায়ক।

শনিবার রাত ১১টা ২০ মিনিটে মাশরাফি হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও বোর্ড পরিচালকরা বিমান বন্দরে মাশরাফিকে ফুলেল সংবর্ধনা জানান।

ফাইনাল জিতে দারুণ উচ্ছ্বসিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফাইনাল জয়ের কৃতিত্ব দলের সব সদস্যকে দিয়েছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ জয়ে পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানান টাইগার অধিনায়ক।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীতে মাশরাফি বলেন, অসাধারণ এক অনুভূতি। কেবল শুরু হল, আশা করি ধারাবাহিকতা বজায় থাকবে। দীর্ঘদিন ধরে আমরা জিততে পারিনি। ৬ বার ফাইনালে গিয়ে হেরেছি। সপ্তমবার এসে সফল হলাম। এটা দারুণ দলীয় প্রচেষ্টা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর