এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপের গ্রুপ পর্বে ভারতীয় ক্লাব মিনারভা পাঞ্জাবকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড।
বুধবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে মিনারভা পাঞ্জাবকে ১-০ গোলে হারায় আবাহনী। একইসঙ্গে ১৪ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে আকাশি-হলুদরা।
আবাহনীর পক্ষে জয়সূচক গোলটি করেছেন আফগানিস্তানের ডিফেন্ডার মাসি সাইঘানি। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে জীবনের কর্নার থেকে বেলফোর্টের মাথা হয়ে মাসির সামনে আসলে তিনি ভুল করেননি। দুর্দান্ত হেডে কাঁপিয়ে দেন মিনারভার গোলবার।
সব মিলিয়ে ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইন্টার জোনাল প্লে-অফ সেমি-ফাইনালসে উঠল আবাহনী।
এশিয়ান ফুটবল ফেডারেশনের তৃতীয় সারির টুর্নামেন্ট প্রেসিডেন্টস কাপে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলা পাঁচ আসরে গ্রুপ পর্ব পার করতে পারেনি বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। এরপর ২০১৭ ও ২০১৮ সালে খেলা এএফসি কাপেও একই অবস্থা ছিল তাদের।
বিডি প্রতিদিন/২৬ জুন, ২০১৯/আরাফাত