৬ এপ্রিল, ২০২০ ১০:২১

করোনাভাইরাস: বাতিল হতে পারে চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগ

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস: বাতিল হতে পারে চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগ

চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। আর করোনাভাইরাস বাধা যদি সেপ্টেম্বর পযর্ন্ত বলবৎ থাকে তবে চলতি চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ বাতিল হতে পারে বলে জানিয়েছেন উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফরিন।

অবশ্য ৫২ বছর বয়সী স্লোভেনিয়ানের পছন্দ, পরিত্যক্ত করার চেয়ে ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন স্টেডিয়ামে ম্যাচ চালানো।

চলতি মৌসুম পরিত্যক্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে জার্মান ভিত্তিক ক্রীড়া মাধ্যম জেডিফি ‍স্পোর্টস্টুডিও’কে সেফরিন বলেন, ‘আমরা এটা (চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগ) সেপ্টেম্বর বা অক্টোবরে খেলতে পারব না। কর্তৃপক্ষ যদি আমাদের খেলার অনুমতি না দেয় তবে আমরা খেলতে পারব না।’ 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর