বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের ফাইনাল শুরু হচ্ছে আজ থেকে। ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। খেলা হবে নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডের সাউদাম্পটনের নান্দনিক সৌন্দর্যে ভরপুর স্টেডিয়াম এইজেজ বোলে। বহু আকাক্সিক্ষত ফাইনালটি হওয়ার কথা ছিল ‘হোম অব ক্রিকেট’ লর্ডসে। কিন্তু করোনা মহামারীর কথা বিবেচনায় নিয়ে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি সাউদাম্পটনে নিয়েছে। কারণ এইজেজ বোল এমন এক অদ্ভূত স্টেডিয়াম, যার গ্যালারিতেই পাঁচ তারকা হোটেল। তাই খেলোয়াড় কিংবা ম্যাচ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাইরে থাকার প্রয়োজন নেই।
ফাইনালের জন্য এরইমধ্যে ভারতীয় দল প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই টেস্টে ওপেনার হিসেবে রোহিত শর্মার সঙ্গে নামবেন শুভমন গিল। জায়গা হয়নি হনুমা বিহারীর।
বোলিংয়ে তিন পেসার হিসেবে থাকছেন যশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি। বিরাট কোহলিরা দুই স্পিনারও খেলাচ্ছেন। দলে থাকছেন রবীন্দ্র জেদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলী, অজিঙ্ক রহাণে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ