ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে ওয়েস্ট ইন্ডিজ পেসার শেল্ডন কট্রেলকে সাড়ে ৮ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছিল পাঞ্জাব কিংস। সাদামাটা মৌসুম পার করেছিলেন তিনি। হারিয়েছেন জায়গা, বছর না ঘুরতেই পাল্টে গেছে দৃশ্যপটও। কোনো দলই তার দিকে আর নজর দেয়নি। তবে এবার আইপিএলে থাকছেন তিনি, কিন্তু নেট বোলার হিসেবে। যদিও টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানায়নি কোন দল তাকে নিয়েছে।
পাঞ্জাবের হয়ে কট্রেল গত মৌসুমে ৬ ম্যাচ খেলে পেয়েছেন ৬ উইকেট। হয়তো এই পারফরম্যান্সেই লেখা গিয়েছিল তার ভাগ্য। বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের ট্র্যাভেল রিজার্ভ হিসেবে দলে জায়গা পেয়েছেন তিনি। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে নেন ৬ উইকেট।
আরব আমিরাতে শুরু হতে যাওয়া দ্বিতীয় পর্বের জন্য কট্রেলের সঙ্গে নেট বোলার হিসেবে আরও তিনজন উইন্ডিজ ক্রিকেটার আছেন। তারা হলেন ডমিনিক ড্রেকস, ফিদেল অ্যাডওয়ার্ডস ও রবি রামপল। এর মধ্যে রামপল জায়গা পেয়েছেন ১৫ জনের বিশ্বকাপ দলে। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ১৪ উইকেট নিয়ে চলতি সিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল বোলার তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ