১৮ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩৬

করোনা: ৪ হাজার ৮২১ কোটি টাকা ক্ষতি বার্সার

অনলাইন ডেস্ক

করোনা: ৪ হাজার ৮২১ কোটি টাকা ক্ষতি বার্সার

করোনাভাইরাসের তাণ্ডব চলছে বিশ্বজুড়ে। এই মহামারিতে ক্ষতি হয়েছে গোটা বিশ্বের। প্রায় এক বছরের মতো তো থেমে ছিল সব কর্মযজ্ঞ। থেমে ছিল ক্রীড়াঙ্গন। যে কারণে ইউরোপের প্রায় প্রত্যেকটি ক্লাব ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসবের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ক্লাবটির বোর্ড অব ডিরেক্টর্সের সভায় বৃহস্পতিবার ক্লাবটির ক্ষতির হিসেব তোলা হয়। হিসেব মতে গত মৌসুমে বার্সার ক্ষতি হয়েছে ৪৮১ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৮২১ কোটি টাকা। আর এই ক্ষতির অনুমোদনও দিয়েছে বোর্ড অব ডিরেক্টর্স।

এরমধ্যে ক্লাবটির সেরা খেলোয়াড় লিওনেল মেসিকেও ছাড়তে হয় আর্থিক সমস্যার কারণে। এমন কী নিজের পারিশ্রমিক কমিয়ে দেয়ার পরও মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা। মেসি ছাড়াও একই কারণে আন্তোনিও গ্রিজম্যানকে তার পুরনো ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ফিরিয়ে দিতে হয় বার্সাকে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর