১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:৪০

মৃত্যুর মুখ থেকে ফিরে প্রথমবার নিজের পায়ে দাঁড়ালেন পন্ত

অনলাইন ডেস্ক

মৃত্যুর মুখ থেকে ফিরে প্রথমবার নিজের পায়ে দাঁড়ালেন পন্ত

ক্রাচ হাতে এক পা দিয়ে হাঁটার ছবিতে ঋষভ (বামে)

ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পর হাঁটতে শুরু করেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রাচ হাতে এক পা দিয়ে হাঁটার ছবি পোস্ট করেছেন তিনি নিজেই।

ছবির ক্যাপশনে লেখা, ‘একটা পা সামনের দিকে, একটা শক্তিশালী পদক্ষেপ এবং একটা ভালো পদক্ষেপ’। ছবিতে দেখা যায়, ডানপায়ের হাঁটু থেকে পায়ের পাতার কিছুটা ওপর পর্যন্ত ব্যান্ডেজ আছে পন্তের। সেই পা কিছুটা ফুলেও আছে। একইসাথে ডান হাতের কনুইতেও একটা ছোট ব্যান্ডেজ দেখা গেছে।

উল্লেখ্য, গেল ৩০ ডিসেম্বর দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পন্ত। দুর্ঘটনায় পন্তের গাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। কোনোরকমে প্রাণে বেঁচে ফিরেন এই ক্রিকেটার। কিন্তু মারাত্মক জখম ও আহত হন।

দুর্ঘটনার পর থেকে তার একাধিক অস্ত্রোপচার হয়েছে। শুক্রবারও তার একটি অস্ত্রোপচার হয়। তার সেরে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেই করা হয় এটি। আর অস্ত্রোপচারের পরই স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে থাকার ছবিটি শেয়ার করেন তিনি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর