প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পেয়েছিল আফগানিস্তান। তবে, বৃষ্টির বাধায় মাঠেই নামতে পারছেন না রশিদরা। তিন দিন পেরিয়ে গেলেও এখনও টসই অনুষ্ঠিত হয়নি ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডা স্টেডিয়ামে। তৃতীয় দিনের মতো পরিত্যক্ত হলো খেলা।
যা ফিরিয়ে আনল ২০০৮ সালের মিরপুরের স্মৃতি। অবাক করার বিষয়, সেইসময়ও প্রতিপক্ষ ছিল এই নিউজিল্যান্ড। সেই টেস্ট্রে ড্র করেছিল বাংলাদেশ। এছাড়াও ২০১৬ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড প্রথম টেস্টের শেষ তিন দিনে একটি বলও হতে পারেনি বাজে আবহাওয়ার কারণে।
নয়ডায় চলমান টেস্টের প্রথম দিনের খেলা মাঠে গড়ানোর আগের রাতের বৃষ্টির ফলে মাঠ ভেজা থাকে। এছাড়াও মূলত ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় মাঠের পানিও শুকায়নি। টিভিতে দেখা যায় মাঠ শুকাতে মাঠ কর্মীরা ফ্যান নিয়ে আসলেও ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। শেষমেশ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
দ্বিতীয় দিনও একই অবস্থা। অতিরিক্ত বৃষ্টির কারণে মাঠে প্রায় ডুবু ডুবু পানি ছিল। মূলত বাজে ড্রেনেজ ব্যবস্থার কারণেই এমন পরিস্থতিতে পড়তে হয়েছে কিউইদের। আর এমন বাজে মাঠে খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েও কম সমালোচনা হচ্ছে না। মাঠের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নয়ডায় শেষ দুই দিনেও খেলা হয় কি না সন্দেহ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ