শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

বর্ষার দিনগুলোয় গ্যাজেট থাকুক সুরক্ষিত

টেক ডেস্ক

বর্ষার দিনগুলোয় গ্যাজেট থাকুক সুরক্ষিত

বর্ষার দিনে আগাম বার্তা ছাড়াই যখন তখন পড়তে হচ্ছে বৃষ্টির মধ্যে। ফলে সঙ্গে ছাতা না থাকলে ভিজে যাচ্ছেন। সঙ্গে ভিজছে স্মার্টফোনসহ, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইস। আর বৃষ্টির পানিতে ক্ষতি হতে পারে ইলেকট্রনিক ডিভাইস ও গ্যাজেটের। জেনে নিন বৃষ্টির পানি থেকে ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার কৌশল।

স বর্তমানে সবার কাছেন স্মার্টফোন থাকে। বৃষ্টির পানিতে খুব সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে এটি। স্মার্টফোন ওয়াটার প্রুফ এবং প্ল্যাশপ্রুফ রিডিং হলেও সতর্ক হওয়ার প্রয়োজন। এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো জিপ লক পাউচ ব্যবহার করা।

স বাজারে বিভিন্ন ধরনের ওয়াটারপ্রুফ কভার পাওয়া যায়। তাই এ সময় বুদ্ধিমানের কাজ হবে নিজেদের গ্যাজেটের জন্য ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করা। এ ধরনের কভার একটু দামি হলেও তা ট্যাবলেট ও অন্য ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

স  আপনার গ্যাজেটের ব্যাগে রেখে দিন। সিলিকা জেল ব্যাগের মধ্যে জমা ময়েশ্চার টেনে নেবে। এর ফলে ল্যাপটপ ময়েশ্চার-ফ্রি থাকবে। সিলিকা জেলের প্যাকেটের রং পরিবর্তন হয়ে গেলে সেটি বদলে ফেলুন।

স ব্লু-টুথ এয়ারফোন ওয়াটার রেসিস্টেন্ট হলেও সেটি যত্ন করে ব্যবহার করা দরকার। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় ওয়াটারপ্রুফ টিডব্লুসি এয়ারফোন ব্যবহার করা।

স ভেজা ডিভাইস কখনো চার্জে বসাবেন না। এর ফলে ইলেকট্রনিক ডিভাইস এবং গ্যাজেট ড্যামেজ হতে পারে। এক্ষেত্রে নিজেদের হাতও যেন ভেজা না থাকে চার্জ দেওয়ার সময়।

সর্বশেষ খবর