রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

জেরেমি [১৩ বছর]

জেরেমি [১৩ বছর]

যুক্তরাষ্ট্রের বাচ্চাদের স্কুলের স্মৃতির সঙ্গে হলুদ স্কুল বাস দারুণভাবে জড়িয়ে আছে। প্রতিদিন সকালে এমনই একটি বাসে চড়ে স্কুলে যাওয়ার গল্প তাই শেষ হওয়ার নয়। শৈশব, কৈশোরের সকাল ৮:৩০টা বাজলেই হলুদ স্কুল বাসের হর্নের আওয়াজ শুরু হয়। স্কুল বাস যদি দুর্ঘটনায় পড়ে তবে তারচেয়ে দুঃখজনক কিছুই নেই। তবে কেউ যদি সেই দুর্ঘটনা ঠেকায়, তাহলে তাকে তারকাখ্যাতি দিতে কার্পণ্য করবে না কেউ। ১৩ বছর বয়সী জেরেমি হুইটচিক খুদে নায়ক হয়েছে এমনই একটি স্কুল বাসকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে। তার সাহসিকতার গল্প এখন শৈশব, কৈশোরের বালকদের কাছে রোমাঞ্চ হয়ে আছে। ২০১২ সালের এপ্রিল মাস। অন্যদিনের মতো সুন্দর-শীতল সকাল। জেরেমি তার স্কুল বাসের জন্য অপেক্ষা করছে। বাস আসতেই তার সিটে গিয়ে বসল সে। একটু পর সে খেয়াল করল, ড্রাইভার তার সিটে হেলে পড়ে গেছেন। কিন্তু চালকের হাত স্টিয়ারিংয়ে রয়ে গেছে। এদিকে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েছে। ১৩ বছরের জেরেমি লাফ দিয়ে উঠে দ্রুত চালকের হাত সরিয়ে দিয়ে গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। একটুর জন্য অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় গাড়িটি। কিন্তু ব্রেক কষতে পারে না জেরেমি। সে তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে গাড়িটির স্টিয়ারিং খোলা মাঠের দিকে সরিয়ে দেয়। গাড়িটি ব্যস্ত সড়ক থেকে সরে যাওয়ার পর স্কুল বাসের অন্য বাচ্চারা দ্রুত ৯১১ জরুরি কল সেন্টারে কল দিয়ে বিপদের কথা জানায়। জেরেমির সাহসিকতায় বাঁচে অনেকগুলো শিশুর প্রাণ।

 

সর্বশেষ খবর