আধুনিক শিল্পকর্মের সফল কর্মকার হিসেবে যাকে মনে করা হয় তিনি আর কেউ নন আঠারো শতকের বিখ্যাত শিল্প সাহিত্যিক পাবলো পিকাসো। দিয়েগো ভেলাজকুয়েজের প্রায় তিন শতাব্দী পর, পাবলো পিকাসো ১৮০০ শতাব্দীর বিখ্যাত ভাস্কর্য শিল্পী, পেইন্টিং শিল্পী হিসেবে সারা বিশ্বের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন। বিখ্যাত এই শিল্পী ১৮৮১ সালে জন্মগ্রহণ করেন। তার অাঁকা চিত্রকর্ম, মিনার, ভাস্কর্য এখন বিশ্বের বড় বড় জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। পাবলো পিকাসোর বিখ্যাত শিল্পকর্মের মধ্যে রয়েছে নীল ও গোলাপি এক যুবকের পেইন্টিং, গুয়েরনিকা ইত্যাদি। ১৯৩৭ সালে স্পেনের গৃহযুদ্ধের সময় গৃহযুদ্ধের পরিস্থিতি দ্বারা তিনি অনুপ্রাণিত হয়ে বিখ্যাত গুয়েরনিকা শিল্পকর্মটি তৈরি করেন। বিখ্যাত শিল্প গুয়েরনিকা পেইন্টিংটি স্পেনের মার্দিদ শহরের রিয়েনা সোফিয়া জাদুঘরে স্থায়ীভাবে প্রদর্শিত হয়। বিখ্যাত এই শিল্পী পাবলো পিকাসো ১৯৭৩ সালে পৃথিবী ছেড়ে চিরতরে পাড়ি জমান পরপারে।