জোহা নাচে নূপুর বাজে
দুলছে কানের দুল,
দখিন বায়ে দেয় উড়িয়ে
মাথার রেশমী চুল।
জোহার হৃদয় খুব উৎফুল্ল
নেইরে খুশির তুল,
আজ ফুটেছে ঘরের টবে
সন্ধ্যা তারার ফুল।
সন্ধ্যা তারার ফুলের ঘ্রাণে
হাওয়া নেশায় চুর,
জোহার দুই ঠোঁট নড়ছে এখন
মিষ্টি গানের সুর।
গানের সুরে প্রাণ উতলা
হচ্ছে মনটা পুর,
উঠানজুড়ে আলো থইথই
চাঁদটা অনেক দূর।