মেহেরপুর বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে কলেজ শিক্ষক এস এম রফিকুল আলম বকুলকে সভাপতি ও তরুণ সংগঠক মো. নাফিউল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৭ ফ্রেবুয়ারি) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আক্তারুজ্জামান হীরা, ফিরোজ আহমেদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম, সাজিদ ইসলাম ইন্নাল, সাংগঠনিক সম্পাদক অনিক হাসান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসিম হাসান, কর্মপরিকল্পনা সম্পাদক মোছা. খাদিজা বেগম, অর্থ সম্পাদক মাসুম সুলতানা রানি, নারী ও শিশু সম্পাদক তামান্না তানভির, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক উলমাতুন নেছা পূর্নিমা, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মোছা. সামসুন্নাহার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মাসুদুর রহমান, ক্রীড়া সম্পাদক আলকামা সিদ্দিকী তারিফ, স্বাস্থ্য ও মানব সম্পদ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, কার্যকরী সদস্য আসমাউল হুসনা, মো. রাকিব, সুরাইয়া আকতার হ্যাপি, মোছা. লামইয়া, আলিফ খান ও লিখন আলী।
এছাড়া চার জনকে উপদেষ্টা করা হয়েছে। তারা হলেন- কালের কণ্ঠ’র মেহেরপুর প্রতিনিধি ইয়াদুল মোমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আহমেদ, আবু নাসের চৌধুরী, জিল্লুর রহমান।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ প্রতিষ্ঠার পর থেকে সারাদেশে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে। মেহেরপুরেও কৃতি শিক্ষার্থী, দুস্থদের সহায়তা, কম্বল বিতরণ, দুস্থ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, ভাষা দিবস উপলক্ষ্যে দেয়াল লিখন, বৃক্ষরোপণ ও বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে সংগঠনটি।
বিডি প্রতিদিন/মুসা