রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্তের সংকটে পাশে রয়েছে বসুন্ধরা শুভসংঘ রক্তযোদ্ধা টিম।
উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্তের প্রয়োজনে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ রক্তযোদ্ধা টিম।
জরুরি রক্তের প্রয়োজনে বসুন্ধরা শুভসংঘের নিন্মোক্ত অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেসবুক গ্রুপে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক- https://chat.whatsapp.com/BkNBSDdJzbZEUAGb3ySidl?mode=ac_t
ফেসবুক গ্রুপ লিংক- https://www.facebook.com/groups/bashundharashuvosangho
বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধারকাজে সহায়তা, প্রয়োজনে রক্ত সংগ্রহ, জরুরি পরিবহন, অক্সিজেন ও ঔষধ সরবরাহসহ যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় দপ্তর থেকে নিকটবর্তী শাখাসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। বসুন্ধরা শুভসংঘ আকস্মিক এ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ